দৌলত জদ্রানের হ্যাটট্রিক, প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল আফগানিস্তান
Web Desk, ABP Ananda | 28 Feb 2018 12:21 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হারারে: পেসার দৌলত জদ্রানের হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৯ রানে হারিয়ে দিল আফগানিস্তান। নিজের পঞ্চম ওভারে পরপর তিন বলে শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল ও কার্লোস ব্রেথওয়েটকে আউট করেন জদ্রান। এর আগে শাই হোপকেও আউট করেন আফগানিস্তানের এই পেসার। তিনি ৭ ওভারে একটি মেডেন সহ ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারে মাত্র রানে ৮৯ ৮ উইকেট পড়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই অবস্থায় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ওভার সংখ্যা কমে হয় ৩৫। বিরতির পর ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং করে দলের রান ৯ উইকেটে ১৬৩-তে পৌঁছে দেন গুলাবদিন নইব ও সামিউল্লাহ শেনওয়ারি। নইব তিনটি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৮ রান করেন। সামিউল্লাহ ৫৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত টার্গেট হয় ৩৫ ওভারে ১৪০ রান। ২৬.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল আফগানিস্তান।