অবসরের আগে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দিতে চান মিসবা উল হক
এরইমধ্যে মিসবা বলেছেন, ক্রিকেট নিয়ে দুই দেশের অনুরাগীদের আগ্রহ ও উত্সাহের জন্যই ভারত ও পাকিস্তানের খেলা দারুন আকর্ষণীয়। ভারতের বিরুদ্ধে এজন্যই তিনি খেলতে আগ্রহী। গতবছর ভারতের বিরুদ্ধে খেলার পরই অবসর নেওয়ার কথা তিনি ভেবেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউরি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফের উত্তেজনা তৈরি হয়েছে। রাজনীতি বা কূটনীতি-কোনও ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে আপসের রাস্তায় যেতে রাজি নয় ভারত। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরও পাকিস্তানের সঙ্গে খেলার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৭-এর পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও টেস্ট খেলা হয়নি। ২০০৭-র ওই সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে আর পাকিস্তানের শোয়েব মালিক। তিন ম্যাচের ওই সিরিজে ভারত পাকিস্তানকে ১-০ হারিয়েছিল।
মিসবা বলেছেন, একজন ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে খেলাটা দারুন ব্যাপার। ভারতের বিরুদ্ধে খেলার মাঠে লড়াই করতে চান।
ভারতের বিরুদ্ধে টেস্টে পাক দলকে নেতৃত্ব দিতে চান এই পাক ব্যাটসম্যান। ২০১০ থেকে পাক টেস্ট দলের অধিনায়ক তিনি। কিন্তু তারপর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনও টেস্ট ম্যাচ হয়নি।
পাকিস্তানের অধিনায়ক মিসবা উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে আগ্রহী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -