চেন্নাই: চলতি আইপিএল-এ টানা ব্যর্থতার পর অবশেষে ফর্ম ফিরে পেয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শেন ওয়াটসন। তিনি বলেছেন, ‘আমার উপর বিশ্বাস রাখার জন্য স্টিফেন ফ্লেমিং ও এম এস ধোনিকে ধন্যবাদ জানাতে পারব না। এর আগে যে দলগুলিতে খেলেছি, সেখানে কোনও প্রতিযোগিতায় এতদিন ধরে রান করতে না পারলে অনেকদিন আগেই বাদ পড়ে যেতাম।’


চলতি আইপিএল-এ ১০ নম্বর ইনিংসে প্রথম অর্ধশতরান করেছেন ওয়াটসন। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৫৩ বলে ৯৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের সুবাদে জয় পায় চেন্নাই।

এই ইনিংসের পর তিনি বলেছেন, ‘আমার উপর স্টিফেন ফ্লেমিং ও এম এস ধোনির বিশ্বাস রাখা এবং আমি ভাল ইনিংস খেলতে পারি এটা জানতে পারা দারুণ ব্যাপার। পাকিস্তান সুপার লিগের পর আইপিএল খেলতে এসে আমি দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু এরপরেই আমি ব্যাটিংয়ের ছন্দ হারাই। সেই সময়ও ফ্লেমিং ও ধোনি আমার উপর বিশ্বাস রেখেছিল। আমার এটা খুব ভাল লেগেছে। আমার একটু ভাগ্যের সহায়তাও দরকার ছিল। (গতকাল) প্রথম কয়েক ওভারে আমাকে সমস্যায় ফেলে ভুবি (ভুবনেশ্বর কুমার)। সেই সময় আমি ভাগ্যের সাহায্য পাই।’