মুম্বই: রিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের ৫০০ গ্রাম খাঁটি সোনা এবং এক কিলো রুপো দিয়ে বরণ করে নেওয়ার কথা ঘোষণা করল স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন। যে অ্যাথলিটরা রিও থেকে সোনার পদক নিয়ে দেশে ফিরবেন, তাঁদের ৫০০ গ্রাম সোনা উপহার দেওয়া হবে। রুপো পাওয়া অ্যাথলিটদের রুপো দেওয়া হবে।

 

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অলিম্পিক হল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ। যদিও অলিম্পিক গেমসে বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেওয়া এবং পদক জেতাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়, তা সত্ত্বেও এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ এই প্রতিযোগিতার মাধ্যমে একত্রিত হয়। তারা ভিন্ন সংস্কৃতি প্রদর্শন করে। সেই কারণেই অলিম্পিককে গুরুত্ব দেওয়া হচ্ছে।