দুবাই: মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 Women's T20 World Cup) আয়োজনের কথা ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফে। পরের বছরই আয়োজিত হবে এই বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপের সূচিও ঘোষণা করে দিল আইসিসি। ১৪ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আয়োজিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম দিনেই আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল (Indian Women's U19)। 


বড় টুর্নামেন্ট


১১টি পূর্ণ সদস্য দল এবং পাঁচটি অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আইসিসির সর্বকালের অন্যতম বড় টুর্নামেন্টে ১৫দিনে মোট ৪১টি ম্যাচ খেলা হবে। গত মাসেই দক্ষিণ আফ্রিকার বেনোনি এবং প্রোচেস্ট্রমে এই টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজিত হবে বলে জানানো হয়েছিল। দুই বছর আগে পুরুষদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচও আয়োজিত হয়েছিল এই দুই স্থানে। টুর্নামেন্টের ১৬টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকেই প্রথম তিন দল পরের পর্বের জন্য কোয়ালিফাই করবে। সেই পর্বে গ্রুপ 'এ'-র দলগুলি গ্রুপ 'ডি' এবং গ্রুপ 'বি'-র দলগুলি গ্রুপ 'সি'-র দলগুলির বিরুদ্ধে মুখোমুখি হবে।


ভারতের সূচি


ভারতীয় দল গ্রুপ 'ডি'-তে রয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ডও রয়েছে একই গ্রুপে। ১৪ জানুয়ারি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর ভারত ১৬ তারিখ আমিরশাহি ও ১৮ তারিখ স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। এই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রতিদিনই চারটি করে ম্যাচ আয়োজিত হবে। এই বিশ্বকাপেই প্রথমবার ইন্দোনেশিয়া ও রাওয়ান্ডা আইসিসির কোনও বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব শুরু হবে ২০ জানুয়ারি ও ২৭ জানুয়ারি থেকে শুরু সেমিফাইনাল। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।


 






তবে সেইদিন ফাইনাল ম্যাচ কোনও কারণে সম্পন্ন না হলে, ৩০ জানুয়ারিকে রিজার্ভ ডে হিসাবেও রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৯ থেকে ১১ জানুয়ারি দলগুলি জোহানেসবার্গ এবং শাওয়ানেতে নিজের প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলবে। 


আরও পড়ুন: কাজে দিল না রিচার আগ্রাসী ইনিংস, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারল ভারত