দুবাই: টি-টোয়েন্টি ফর্ম্যাটে স্লো ওভার রেটের জন্য নতুন নিয়ম চালু করল আইসিসি। এবার থেকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নির্ধারিত সময়ে ওভারের কোটা সম্পূর্ণ করতে না পারলে সংশ্লিষ্ট দলকে তত্ক্ষণাৎ শাস্তি পেতে হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। এর আগেও স্লো ওভাররেটের জন্য অধিনায়কের ম্যাচ ফি কাটা হত। এমনকী নির্বাসনের ঘটনাও দেখেছি আমরা। কিন্তু এই প্রথম এখন থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে স্লো ওভার রেটের জন্য শাস্তির কথা ঘোষণা করল আইসিসি।
নতুন নিয়মে কী থাকছে? নতুন নিয়মে বলা হয়েছে যে, কোনও দলকে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতেই হবে। তা না হলে সেই দল যত ওভার পিছিয়ে থাকবে, বাকি ওভারগুলিতে ৩০ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। খেলার মাঝে এটাই হল শাস্তি। আগামী ১৬ জানুয়ারি থেকে জামাইকায় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার প্রয়োগ করা হবে নতুন নিয়ম। অন্যদিকে ১৮ জানুয়ারি থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক সিরিজে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার প্রয়োগ করা হবে এই নিয়ম। তবে ২২ গজে এই নিয়ম একবারে নতুন নয়। ১০০ বলের যে টুর্নামেন্ট, যার পোশাকি নাম দ্য দ্য হান্ড্রেড, সেখানেও এই নতুন নিয়ম আগেই করা হয়েছিল। তা বেশ সাফল্যও পেয়েছে।
উল্লেখ্য, ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ফাইনালে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেতাব জিতে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল। রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান হাকিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।