দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর-সোনারপুর পুরসভা (Rajpur-Sonarpur Municipality) এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ (Corona Case)। লাগাম টানতে পুর এলাকায় চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত। সচেতনতা প্রচারে দ্বিতীয় দিন পথে নামলেন তৃণমূলের (TMC) দুই বিধায়ক (MLA)। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন বাজার স্যানিটাইজ (Sanitize) করা হয়। পরিদর্শনে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)  ও সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম (Ferdousi Begum)। পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করেন দুই বিধায়ক। এরপর বারুইপুর পুলিশ জেলার পুলিশকে নিয়ে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করেন সোনারপুর উত্তরের বিধায়ক। 


রাজ্য সহ দেশ, লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Department Of Health) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive) হয়েছেন ১৫,৪২১ জন।  সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৯৩,৭৪৪ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। সবমিলিয়ে আজ রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,৮৪৬ জন।রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ। এই পরিস্থিতিতে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে পথে নামলেন দুই বিধায়ক।


এদিকে করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ক্যানিং বাজার। এই নির্দেশের পরেও ভ্রুক্ষেপ নেই ক্যানিংবাসীর। আজ সকালে দেখা গেল চেনা ছবি। মাস্ক ছাড়াই চলছে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা অধিকাংশেরই মুখে নেই মাস্ক। গতকাল সচেতনতা প্রচারে পথে নামেন মহকুমা শাসক আজহার জিয়া-সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। মাস্ক ছাড়া বাজারে বেচাকেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে গ্রেফতারির হুঁশিয়ারি দেয় পুলিশ। এরপরও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। 


আরও পড়ুন: Jalpaiguri News: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বন্ধ ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি