নয়াদিল্লি: শেষ পর্যন্ত কাটল জট। স্নাতকোত্তর মেডিক্যালের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে (PG NEET Councelling) আর্থিক ভাবে দুর্বল (Economically Weaker Section/EWS) শ্রেণির জন্য ১০ শতাংশ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (Other Backward Class/OBC)-র জন্য ২৭ শতাংশ সংরক্ষণ হবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। 


২০২০-র জুলাই মাসে কেন্দ্রীয় সরকার এবং মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) এমবিবিএস, বিডিএস, এমডি, এমএস এবং এমডিএস-এর জন্য আর্থিক ভাবে দুর্বল (Economically Weaker Section/EWS) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (Other Backward Class/OBC)-র জন্য যথাক্রমে ১০ এবং ২৭ শতাংশ সংরক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ববর্তী সংরক্ষণে অনুমোদন দিল দেশের শীর্ষ আদালত।





গত বছরই ৫ অক্টোবর থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সংরক্ষণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন জমা পড়ায়, কাউন্সেলিং স্থগিত রাখতে হয়। বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন, মামলাকারীদের আইনজীবী শ্যাম দিওয়ান সাফ যুক্তি দেন, এ ভাবে মাঝপথে নিয়ম পাল্টে দেওয়া যায় না। তাই সংরক্ষণ আগামী বছর থেকে চালু করা উচিত বলে মত মামলাকারীদের আইনজীবীর। জবাবে বিচারপতিরা বলেন, ‘‘দু’দিন ধরে আদালতে সওয়াল-জবাব শুনছি আমরা। জাতীয় স্বার্থেই কাউন্সেলিং শুরু হওয়া দরকার।’’ করোনা পরিস্থিতিতে দেশ জুডডে চিকিৎসকরা যখন বেতন বৃদ্ধি এবং নতুন নিয়োগের দাবিতে সরব হয়েছেন, সেই পরিস্থিতিতে বিষয়টি ঝুলে থাকা উচিত নয় বলে জানিয়েছে কেন্দ্রও। বার্ষিক ৮ লক্ষ বা তার কম রোজগার যে সমস্ত পরিবারের, সুপারিশ মেনে তাদের অর্থনৈতিক দুর্বলের তালিকাতেই রাখা হবে বলেও জানিয়েছে তারা। এর পরই আদালত জানায়, সব কিছু ঠিক থাকলে শুক্রবারই এই মামলার রায় ঘোষণা করা হবে।









 



 


 

 

 



 





 

 


 

 

 


 

 



 





IT विभाग की छापेमारी पर Nirmala Sitharaman बोलीं- Akhilesh Yadav हिल गए हैं, उन्हें कैसे पता कि BJP का पैसा है?






 










Education Loan Information:

Calculate Education Loan EMI