নয়াদিল্লি: আজ ধর্ষণ মামলায় আজীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। তাঁর সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো একটি ভিডিও ট্যুইট করে বিতর্কে জড়াল আইসিসি। আজ সকালে এই ট্যুইট দেখার পরেই সমালোচনা শুরু করেন বহু মানুষ। ক্রিকেট সংক্রান্ত ট্যুইটার হ্যান্ডলে কেন অপ্রাসঙ্গিক ট্যুইট করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তাঁরা। এরপরেই ওই ট্যুইটটি মুছে দেওয়া হয়।
আইসিসি-র পক্ষ থেকে পরে একটি ট্যুইট করে ক্রিকেট-বহির্ভূত বিষয়ে ট্যুইট করার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে বিসিসিআই-এর এক শীর্ষকর্তা বলেছেন, ‘আইসিসি-র সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট হওয়া দুর্ভাগ্যজনক। এটা মেনে নেওয়া যায় না। আমরা বিষয়টি আইসিসি-র গোচরে এনেছি।’