নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে বেধড়ক মার খেয়েছিলেন ভারতীয় বোলার ও অলরাউন্ডার শিবম দুবে। কিউই ব্যাটসম্যান রস টেলর ও টিম সেইফার্ট তাঁর বোলিংয়ে দেদার রান তোলেন। তাঁরা ওই ওভারে ৩৪ রান নেন। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসেন শিবম দুবে। ওই ওভারে ৬,৬.৪. ১. নো বল ৪, ৬,৬ =মোট ৩৪ রান হয়।
এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে আইসিসি-র প্রশ্নে ইংল্যান্ডের ফাস্টবোলার যে উত্তর দিয়েছেন, তা দেখে সবার মুখে হাসি চলে আসবে।
শিবম দুবে ওই ওভারে ৩৪ রান দিলেও ম্যাচ কিন্তু ভারতই জেতে।
আইসিসি সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্টে প্রশ্ন করে, টি ২০-র ইতিহাসে কোন বোলারের একটি ওভারে সবচেয়ে বেশি রান হয়েছে? এই তালিকায় শিবম দুবে দ্বিতীয় স্থানে। প্রথমে কে?


এই পোস্টের জবাবে ইংল্যান্ডের জোরে বোলার ব্রড মজার ছলে লেখেন, আমার জানা নেই।
উল্লেখ্য, ২০০৭-এ টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের যুবরাজ সিংহ এক ওভারে ছয়টি ওভার বাউন্ডারি মেরেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে বোলার ছিলেন ব্রড।
এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় রয়েছেন ভারতের স্টুয়ার্ট বিনিও। ২০১৬-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর একটি ওভারে ৩২ রান হয়েছিল। শিবম দুবে এবার বিনিকেও ছাপিয়ে গেলেন।