নয়াদিল্লি: মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করায় দেশজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসিঠাট্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ভাইরাল। এরই মধ্যে আইসিসি-ও ট্যুইট করে ট্রাম্পকে কটাক্ষ করেছেন।

গতকাল সচিনকে ‘সুচিন’ বলে বসেন ট্রাম্প। তিনি স্বামী বিবেকানন্দর নাম উচ্চারণ করতে গিয়েও হোঁচট খান। এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের পাশেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিও মোতেরা স্টেডিয়ামে ছিলেন। ভারতীয় সংস্কৃতি ও এদেশের মানুষের প্রশংসা করেন ট্রাম্প। তবে সবকিছু ছাপিয়ে তাঁর উচ্চারণই আলোচনার কেন্দ্রে।