দুবাই: সদ্য কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে। ভারতকে হারিয়ে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। তার কিছুদিনের মধ্যেই বুধবার পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি। নতুন পয়েন্ট সিস্টেম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
নতুন এই নিয়মেই ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চলবে দ্বিতীয়বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী মাস থেকেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সিরিজ শুরু হয়ে যাবে। পয়েন্ট সিস্টেমে যেরকম বদল করা হয়েছে, তাতে নতুন নিয়মে একটি টেস্ট ম্যাচ জিতলে এখন ১২ পয়েন্ট পাবে জয়ী দল। ম্যাচ ড্র হয়ে গেলে যে দুই দলের মধ্যে খেলা হবে, প্রত্যেক দলই ৪ পয়েন্ট করে পাবে। আর ম্যাচ টাই হয়ে গেলে সেক্ষেত্রে ৬ পয়েন্ট করে পাবে প্রত্যেক দল।
আইসিসির তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে যে, 'আমাদের কাছে গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে অনেক অভিযোগ এসেছিল। তার পরিবর্তন করা দরকার হয়ে পড়েছিল। সেই মতোই এবার সেই পয়েন্ট সিস্টেমে কিছু বদল আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা।' উল্লেখ্য, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো প্রথমসারির ক্রিকেট দলগুলো আগেরবারের পয়েন্ট সিস্টেম নিয়ে সমালোচনা করেছিল।
আগের পয়েন্ট সিস্টেম অনুযায়ী ২ কিংবা ৫ টেস্টের সিরিজ জিতলে মোট ১২০ পয়েন্ট পেত যে কোনও দল। কিন্তু প্রতি ম্যাচের পয়েন্ট দেওয়া হত না। কিন্তু এবার সেই নিয়মই বদল আনা হচ্ছে। এবার থেকে প্রতি ম্যাচ হিসেবে পয়েন্ট পাবে দল। নতুন নিয়মে প্রতিটা সিরিজের পরই আইসিসি জয়ী দলকে পয়েন্ট দেবে।
নতুন নিয়মে ৯টি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে। মোট ৬টি সিরিজে অংশ নেবে তারা। তিনটি হোম সিরিজ ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে তাঁরা।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আসার আগে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম বদলানোর স্বপক্ষে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। এরপরই সব দেশের সঙ্গে কথা বলে পয়েন্ট সিস্টেমে বদল আনার চেষ্টা করল আইসিসি।