টি-২০ ম্যাচেও ডিআরএস চালু হোক, প্রস্তাব আইসিসি ক্রিকেট কমিটির
Web Desk, ABP Ananda | 25 May 2017 07:27 PM (IST)
লন্ডন: টেস্ট, একদিনের ম্যাচের মতো এবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচেও ডিআরএস চালু করার প্রস্তাব দিল আইসিসি ক্রিকেট কমিটি। একইসঙ্গে বলা হয়েছে, এলবিডব্লুর ক্ষেত্রে যদি তৃতীয় আম্পায়ার কোনও সিদ্ধান্ত নেওয়ার বদলে মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন, তাহলে সংশ্লিষ্ট দল একটি রিভিউ হারাবে। একইসঙ্গে প্রস্তাব অনুযায়ী, খারাপ আচরণ করলে কোনও ক্রিকেটারকে মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা দেওয়া হচ্ছে আম্পায়ারদের। টেস্ট ক্রিকেটের আন্তর্জাতিক প্রতিযোগিতাও চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে। এই কমিটি ক্রিকেট খেলার নিয়মে একাধিক বদল আনার প্রস্তাব দিয়েছে। ব্যাটের আকার এবং রান নেওয়ার সময় ক্রিজে ব্যাট ফেলা সংক্রান্ত নিয়মেও বদল করতে চাইছেন কুম্বলেরা। তাঁরা অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার উদ্যোগকেও পূর্ণ সমর্থন জানিয়েছেন। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটি যদি ক্রিকেট কমিটির এই প্রস্তাব অনুমোদন করে, তাহলে এ বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন প্রস্তাব।