নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে গত মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের ক্রিকেট সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। হঠাত্ পাওয়া অবসরে দিন কয়েকের জন্য গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী। গত ১৬ মার্চ উত্তরপ্রদেশের শামলি জেলায় গ্রামের বাড়িতে দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এক সপ্তাহ গ্রামের বাড়িতে কাটিয়ে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু গত ২৩ মার্চ লকডাউন ঘোষণার পর তাঁর ওই পরিকল্পনা আর কাজে আসেনি। গ্রামে আটকে পড়েছেন তিনি। আর সেখানে মোবাইলের সংযোগও ঠিকমতো নেই।
ভারতীয় আম্পায়ার জানিয়েছেন, কারুর সঙ্গে কথা বলতে গেলে কোনও বাড়ির ছাদে, এমনকি গাছেও চড়তে হচ্ছে। আর ইন্টারনেট ব্যবহারের তো আর কথাই নেই। অনিল চৌধুরী বলেছেব, ১৬ মার্চ থেকে এখানে দুই ছেলেকে নিয়ে রয়েছি। বেশ কিছুদিন পরে গ্রামে এসেছিলাম। তাই এখানে সপ্তাহখানেক থাকব বলে ভেবেছিলাম। কিন্তু লকডাউন ঘোষণার পর আমি সরকারের নির্দশিকা মেনে চলছি। আমার মা ও স্ত্রী রয়েছেন দিল্লিতে।
অনিল চৌধুরী বলেছেন,এখানকার সবচেয়ে বড় সমস্যা মোবাইল নেটওয়ার্ক। কারুর সঙ্গে কথা বলতে পারছি না বা ইন্টারনেট ব্যবহারও করতে পারছি না। আর তা করতে গেলে আমাকে গ্রামের বাইরে গিয়ে কোনও গাছে চড়তে হবে কিংবা ছাদে উঠতে হবে। আর এমনটা করলেও যে নেটওয়ার্ক পাওয়া যাবে, এর কোনও নিশ্চয়তা নেই।
আম্পায়ার জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁর ছেলেরা অনলাইনে ক্লাস করতে পারছে না। এরফলে ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তিনিও আইসিসি-র অনলাইন প্রোগ্রামগুলি দেখতে পাচ্ছেন না। দেশের রাজধানী থেকে মাত্র ৮৫ কিমি দূরে তাঁর গ্রাম। আর সেই গ্রামেই নেটওয়ার্ক ও ইন্টারনেটের হাল নিয়ে বিস্মিত অনিল চৌধুরী।
লকডাউনে গ্রামের বাড়িতে আটকে পড়েছেন আম্পায়ার অনিল চৌধুরী, নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমস্যায় জেরবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2020 08:51 AM (IST)
করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে গত মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের ক্রিকেট সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। হঠাত্ পাওয়া অবসরে দিন কয়েকের জন্য গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী। গত ১৬ মার্চ উত্তরপ্রদেশের শামলি জেলায় গ্রামের বাড়িতে দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -