সেঞ্চুরিয়ন: টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির শাস্তি। শাস্তিস্বরূপ ভারত অধিনায়কের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়। ঘটনার সূত্রপাত সেঞ্চুয়িন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫ ওভারে। চা-পানের বিরতির পর বৃষ্টির জন্য ম্যাচ শুরু হলে বল নিয়ে সমস্যা দেখা দেয়। আউটফিল্ড ভিজে থাকায় ভারতীয় বোলারদের ভিজে বল গ্রিপ করতে সমস্যা শুরু হয়। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আম্পায়ার মাইকেল গফের কাছে অভিযোগ করেন বিরাট। অসন্তুষ্ট বিরাট মাটিতে ছুঁড়ে মারেন বল। ঘটনার জন্য আইসিসির আচরণ বিধির লেবেল ১ লঙ্ঘন করায় শাস্তি বিরাটের। আইসিসি-র বিবৃতিতে বলা হয়েছে, বিরাটকে আইসিসি আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘণ করতে দেখা গিয়েছে। খেলার ভাবধারার বিরুদ্ধাচরণ সংক্রান্ত ওই ধারা লঙ্ঘনের জন্যই শাস্তি হয়েছে ভারত অধিনায়কের।
এই আচরণের জন্য বিরাটকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
আইসিসি-র আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2018 03:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -