নয়াদিল্লি: আইসিসি ওডিআই সুপার লিগ লঞ্চ করল আইসিসি। এই লিগই ২০২৩-এর বিশ্বকাপের যোগত্যা নির্ণায়ক হিসেবে বিবেচিত হবে। ২০২৩-এর বিশ্বকাপ ভারতে হবে।
আগামী ৩০ জুলাই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে ওডিআই সুপার লিগের শুরু হবে। ২০২৩-র বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ১৩ দলের মধ্যে লড়াই হবে।


আয়োজয় হিসেবে ভারত এমনিতেই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে। অন্য সাতটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ থেকে যোগ্যতা অর্জন করবে। এরজন্য ক্রীড়াসূচি খুব শীঘ্রই তৈরি করা হবে।

যে দলগুলি প্রথম আটে থাকতে ব্যর্থ হবে, তারা অ্যাসোসিয়েট দলগুলির সঙ্গে একটি যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে খেলবে এবং দুটি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে।
নিয়ম অনুসারে, প্রত্যেক দল একটি জয়ের জন্য ১০ পয়েন্ট ও টাইয়ের ক্ষেত্রে পাঁচ পয়েন্ট পাবে। যদিও দলগুলি পছন্দ অনুযায়ী সূচী তৈরি করতে পারবে। দুই বছরের পর্বে শুধুমাত্র হোম ও অ্যাওয়ে হিসেবে চিহ্নিত সিরিজগুলিই বিবেচিত হবে।
সুপার লিগে খেলবে আইসিসি-র ১২ পূর্ণ সদস্য দেশ ও নেদারল্যান্ডস। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ২০১৫-১৭-তে জয়ী হয়ে নেদারল্যান্ডস যোগ্যতা অর্জন করেছে। সুপার লিগে প্রত্যেক দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে তিন ম্যাচের সিরিজ।
টুর্নামেন্ট লঞ্চ সম্পর্কে আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট অপারেশনস জিওফ অ্যালারডাইস বলেছেন, এই লিগ আগামী তিন বছর একদিনের ক্রিকেটে প্রাসঙ্গিকতা নিয়ে আসবে। কারণ, এর ওপরেই নির্ভর করছে ২০২৩-এর বিশ্বকাপে যোগ্যতা অর্জনের বিষয়টি।
ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান বলেছেন, আয়ারল্যান্ড খুবই প্রতিভাশালী দল। নিজেদের দিনে তারা সেরা দলকেও হারাতে পারে। গত কয়েক বছরে এর প্রমাণ তারা রেখেছে। ওদের বিরুদ্ধে সিরিজের দিকে তাকিয়ে রয়েছি।