কলকাতা: ১৩ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে রয়েছে করোনা আক্রান্তের মৃতদেহ। বেহালার সাহাপুর মেন রোডে এই ঘটনা ঘটেছে। শোক করবেন কী, প্রিয়জনের দেহ নিয়ে দিশেহারা তাঁর আপনজনরা।

জানা গিয়েছে,করোনা আক্রান্ত হন একই পরিবারের ৪ জন। পরিবারের দাবি, গতকাল রাত ১২টায় ষাটোর্ধ্ব গৃহকর্তার মৃত্যু হয়। মৃতের স্ত্রী, মেয়ে সহ আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের পরিবারের অভিযোগ, ১১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বাড়ি গিয়ে বারবার ডেকেও সাড়া মেলেনি। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছেন তাঁরা।

যদিও কাউন্সিলর সব অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি।