নয়াদিল্লি: দিল্লির ফিরোজ শাহ কোটলায় সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টে বায়ুদূষণের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল আইসিসি। ভবিষ্যতে খেলার উপযুক্ত পরিবেশের শর্তের মধ্যে বায়ুদূষণও যুক্ত হতে পারে। এ বিষয়ে আইসিসি-র এক মুখপাত্র বলেছেন, ‘দিল্লি টেস্টে যে পরিবেশে খেলা হয়েছে, সেটা আইসিসি-র নজরে আছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে ইতিমধ্যেই মেডিক্যাল কমিটির পরামর্শ চাওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আইসিসি-র বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।’
দিল্লি টেস্ট চলাকালীন মারাত্মক দূষণের ফলে শ্বাসকষ্টের কথা জানান শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটারই। কয়েকজন বমিও করেন। ভারতের ব্যাটিংয়ের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা দূষণ-নিরোধক মুখোশ পরে ফিল্ডিং করছিলেন। দূষণের জন্য ২৬ মিনিট খেলা বন্ধ থাকে। এই ঘটনাকে ভালভাবে নেয়নি আইসিসি। সেই কারণেই দূষণ নিয়ে আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে বেশি হলে খেলা বন্ধ করে দেওয়া হতে পারে বলে আইসিসি সূত্রে খবর।
বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, ‘আইসিসি-র খেলার উপযুক্ত পরিবেশের শর্তে আবহাওয়ার কথা বলা আছে। কিন্তু টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এই প্রথম দূষণের কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এটা অভিনব ঘটনা।’
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক কে কে অগ্রবাল বিসিসিআই-কে চিঠি দিয়ে বায়ুদূষণের বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করার আর্জি জানিয়েছেন। তাঁর মতে, দিল্লি টেস্টে ভয়াবহ দূষণ সত্ত্বেও খেলা বন্ধ না হওয়ায় ক্রিকেটারদের শারীরিক ক্ষতি হওয়ার ঝুঁকি ছিল।
ভবিষ্যতে ক্রিকেটের উপযুক্ত পরিবেশের শর্তের মধ্যে বায়ুদূষণকে রাখার ভাবনা আইসিসি-র
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2017 06:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -