ইংল্যান্ডকে সরিয়ে একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত
Web Desk, ABP Ananda | 26 Jun 2019 05:04 PM (IST)
বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট নয়। বিরাটরা তৃতীয় স্থানে আছেন।
লন্ডন: চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি একদিনের আন্তর্জাতিকের র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। বিরাট কোহলিদের পয়েন্ট ১২৩। ২০১৮ সালের মে মাসের পর এই প্রথম আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই ইংল্যান্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট নয়। বিরাটরা তৃতীয় স্থানে আছেন। অন্যদিকে, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। ইয়ন মর্গ্যানের দলের সেমিফাইনালে যাওয়ার পথ যেমন কঠিন হয়ে গিয়েছে, তেমনই র্যাঙ্কিংয়েও পতন হয়েছে।