দুবাই: সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে শুভমন গিল (Shubman Gill) দুরন্ত ফর্মে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেরা ক্রিকেটার হওয়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধেও তিন ম্যাচে ২৪৫ রান করেন শুভমন। শেষ ওয়ান ডেতে নিজের প্রথম ওয়ান ডে শতরানও হাঁকান তিনি। এর জেরেই সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) অভূতপূর্ব উন্নতি করলেন গিল। একেবারে এক লাফে ৪৫ ধাপ এগিয়ে এলেন ভারতীয় তরুণ ব্য়াটার।
৪৫ ধাপ এগোলেন গিল
জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে গিল ৯৭ বলে ১৩০ রান করেন। বুধবার (২৪ অগাস্ট) আইসিসি নিজেদের নতুন ব়্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই ব়্যাঙ্কিং অনুযায়ীই ২২ বছর বয়সি শুভমন ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ৩৮ নম্বরে উঠে এলেন। তবে আরেক ভারতীয় ব্যাটার শিখর ধবন এই সিরিজে ভাল খেললেও ব়্যাঙ্কিংয়ে তিনি একধাপ পিছিয়ে গেলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে দুই অর্ধশতরান করেছিলেন তিনি। তাও ১১ থেকে নেমে ধবন সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ১২ নম্বরে রয়েছেন।
ভারত-জিম্বাবোয়ে সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) বা বিরাট কোহলি (Virat Kohli), ভারতের দুই তারকা ব্যাটারের কেউই খেলেননি। দুইজনকেই বিসিসিআইয়ের তরফে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে নতুন ব়্যাঙ্কিংয়ে বিরাট বা রোহিত কেউই পিছিয়ে যাননি। বরং, দুইজনেই নিজেদের জায়গা ধরে রেখেছেন। ব্যাটারদের তালিকায় ৭৪৪ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি রয়েছেন পাঁচ নম্বরে। ঠিক তার পরেই রোহিত ছয় নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন।
একে বাবারের দাপট অব্যাহত
ওয়ান ডে ব্যাটারদের তালিকায় যথারীতি এক নম্বরেই নিজের জায়গা ধরে রেখেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। বাবরের দখলে ৮৯১ রেটিং পয়েন্ট। তাঁর থেকে অনেক পিছনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ব়্যাসি ফান দার দাসেন। প্রোটিয়া তারকার দখলে ৭৮৯ রেটিং পয়েন্ট। বোলারদের তালিকায় ট্রেন্ট বোল্ট এখনও বর্তমান বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলার। তিনি সদ্যই নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি থেকে অব্যাহতি চেয়েছিলেন। মূলত পরিবারের সঙ্গে সময় কাটানো ও বিশ্বের বিভিন্ন লিগ খেলার জন্যই তাঁর এই অনুরোধ নিউজিল্যান্ড ক্রিকেট মেনেও নিয়েছে। তবে তার জন্য বোল্টের ব়্যাঙ্কিংয়ে কোনও প্রভাব পড়েনি। ওয়ান ডে অলরাউন্ডারদের তালিকায় একেই রয়েছেন বাংলাদেশি তারকা শাকিব আল হাসান।
আরও পড়ুন: ১৯৮৬ সালে শেষ বলে মিয়াঁদাদের ছক্কায় হার এখনও কপিলের কাছে দুঃস্বপ্ন