বর্তমান ‘ধুমধড়াক্কা’ টি-২০ ক্রিকেটের যুগে টেস্টকে বাঁচিয়ে রাখতে বহুদিন ধরেই পরীক্ষা-নিরিক্ষা চালানোর চেষ্টা করছে আইসিসি। যার ফলস্বরূপ, গতবছরই গোলাপী বল দিয়ে দিনরাতের টেস্ট চালু করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।
এবারও, টেস্টের ভবিষ্যৎকে সুনিশ্চিত এবং ক্রিকেটের শৈল্পিকতাকে পুনরুজ্জীবিত করতে সেখানে ফুটবলের মতো টেস্ট ক্রিকেটের লিগ চালু করার ভাবনাচিন্তা করছে আইসিসি। সেখানেও থাকবে ডিভিশন, প্রোমোশন এবং রেলিগেশন বা অবনমন।
জানা গিয়েছে, চলতি সপ্তাহে ইংল্যান্ডের লর্ডসে এক বৈঠকে মিলিত হচ্ছে সংস্থার ক্রিকেট কমিটি। সেখানে টেস্ট ক্রিকেটের প্রতি জনমানসের আকর্ষণ ফেরাতে দুটি ডিভিশন চালু করার প্রস্তাব দেওয়া হতে পারে।
আইসিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেভ রিচার্ডসন জানান, এটা অস্বীকার করে লাভ নেই যে টেস্ট ক্রিকেট নিজে থেকে বেঁচে থাকবে। ফলে, টেস্টের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সকলকে দায়িত্ব নিতে হবে।
তিনি যোগ করেন, শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একটি ট্রফি দিয়ে ক্রিকেটের আদি ফর্ম্যাটকে বাঁচানো সম্ভব নয়। এর জন্য আরও উদ্ভাবনী উপায় বের করতে হবে। টেস্টকে ফের জনমানসে জনপ্রিয় করে তুলতে হবে।
রিচার্ডসন মনে করেন, তিনি জানান, সার্বিকভাবে টেস্টকে বাঁচাতে হলে আগে টেস্ট দলগুলিকে বাঁচাতে হবে। দলের সংখ্যা কম হতে দেওয়া চলবে না। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারের মতে, এখন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রতি দর্শকদের আকর্ষণ কমে গিয়েছে। টিভি স্বত্ত্বও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে, ব্যবসায়িক ঘাটতি হচ্ছে। তাই টেস্ট বাঁচাতে ভবিষ্যতে লিগ চালু করতেই হবে। তাঁর আশা, এমাসের শেষেই একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।