দুবাই: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনজন। তবে সেই তালিকায় নেই ভারতের কেউ।


নভেম্বর মাসের সেরা কে, তা বেছে নেওয়া হবে তিনজনের মধ্যে থেকে। মনোনীত হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডেভিড ওয়ার্নার (David Warner)। অজি ওপেনারের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কিউয়ি পেসার টিম সাউদি (Tim Southee) ও পাক ওপেনার আবিদ আলি (Abid Ali)।


মহিলাদের বিভাগে মাসের সেরা ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশর নাহিদা আকতার, পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ না পেলে ভেঙে পড়ব না, বলছেন কিউয়ি বধের অন্যতম নায়ক


ওয়ার্নার গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। নভেম্বরে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৮৯ রান করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি ওপেনার। নক আউট পর্বে ফারাক গড়ে দিয়েছিল ওয়ার্নারের ব্যাটই। অনেকেই মনে করেছিলেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই যেন নিজেকে নতুন করে প্রমাণ করতে ছটফট করছিলেন ওয়ার্নার। সব কিছুর জবাব টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতেই দিয়েছেন তিনি।


টিম সাউদি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম ধরে রেখেছিলেন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টেও অনবদ্য বোলিং করেন কিউয়ি পেসার। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫টি ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন সাউদি। ভারতের বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট নেন তিনি। কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট পেয়েছিলেন সাউদি।


পাক ওপেনার আবিদ আলি বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৯১ রান। পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আবিদ। সেই কারণেই মনোনয়ন পেয়েছেন তিনি।