দুবাই: আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলারদের তালিকায় যথাক্রমে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার প্রকাশিত হওয়া আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত অধিনায়ক। সহ-অধিনায়ক রোহিত শর্মা রয়েছে দু নম্বরে। একধাপ উঠে অষ্টম স্থানে রয়েছেন রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধবন। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন ২০ তম স্থানে। একইভাবে, বোলারদের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে তিনজন ভারতীয় রয়েছেন। ৮৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। কুলদীপ রয়েছেন তিনে এবং তাঁর স্পিন পার্টনার যুযবেন্দ্র চহাল রয়েছেন পঞ্চম স্থানে। অল-রাউন্ডারের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তাঁর প্রাপ্ত পয়েন্ট ৩৫৩। দলীয় র্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে দুনম্বরে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে ইংল্যান্ড।
আইসিসি ওডিআই র্যাঙ্কিং: শীর্ষে কোহলি, বুমরাহ
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2018 05:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -