দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে টেস্টে ২৩৫ রানের অসাধারণ ইনিংসের সুবাদে টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এটাই তাঁর জীবনের সেরা র‌্যাঙ্কিং। এর আগে তৃতীয় স্থানে ছিলেন বিরাট। তবে ওয়াংখেড়ের ইনিংসের পর ৫৩ পয়েন্ট পেয়ে তিনি একধাপ উপরে উঠে এসেছেন।


একদিনের ক্রিকেটেও ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন বিরাট। টি-২০ ফর্ম্যাটে তিনিই শীর্ষে। তবে আপাতত টেস্টের উপরেই জোর দিচ্ছেন বিরাট। টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর চেয়ে মাত্র ১১ পয়েন্ট পিছনে আছেন ভারতের অধিনায়ক। ফলে ভবিষ্যতে বিরাটের শীর্ষে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

বোলারদের মধ্যে শীর্ষেই আছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি অক্টোবরের পর ফের ৯০০ পয়েন্ট পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে অশ্বিনের সংগ্রহ এখন ৯০৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের চেয়ে ৩৭ পয়েন্ট এগিয়ে আছেন অশ্বিন।

টেস্টে অফস্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তী মুথাইয়া মুরলীধরন। তাঁর সেরা সংগ্রহ ছিল ৯২০ পয়েন্ট। অশ্বিন খুব একটা পিছিয়ে নেই। তিনি অলরাউন্ডারদের মধ্যেও শীর্ষেই আছেন।