দুবাই: টেস্টে ব্যাটারদের সিংহাসনে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন (Marnus Labuschagne)। অ্যাশেজে (ashes) এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন ডানহাতি এই অজি ব্যাটার। এর আগে কখনও ক্রমতালিকায় শীর্ষে আসতে পারেননি তিনি। সেই হিসেবে এই প্রথমবারের জন্য টেস্টে এক নম্বর স্থানে রয়েছেন তিনি। ২০১৯ সালে অ্যাশেজে (ashes) স্টিভ স্মিথের (steave smith) কনকাশন হিসেবে দলে ঢোকার পর থেকে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছেন লাবুশেন। ২০ টেস্টে এই মুহূর্তে তাঁর গড় ৬২.১৪। চলতি অ্যাশেজে অ্যাডিলেডে শতরান হাঁকিয়ে ১০৩ রানের ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে। এমনকী, ব্রিসবেন টেস্ট তাঁর প্রথম ইনিংসে অর্ধশতরান ছিল। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। চলতি অ্যাশেজের শুরুতে ক্রমতালিকায় চতুর্থ স্থানে থেকে মাঠে নেমেছিলেন লাবুশেন। কিন্তু ২ টেস্টে ধারাবাহিক ভাল পারফরম্যান্স তাঁকে কেরিয়ারের সর্বোচ্চ ৯১২ পয়েন্ট এনে দিল। জো রুটকে টপকে গেলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন এই মুহূর্তে ইংল্যান্ড অধিনায়ক। তালিকায় পরের ৪জন হলেন স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা।
এদিকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন বাবর আজম। গত সপ্তাহেই তালিকায় শীর্ষস্থান থেকে নেমে গিয়েছিলেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে ০ ও ৭ রান করেছেন তিনি। কিন্তু ফাইনাল ম্যাচে ৫৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন তিনি। পাকিস্তানও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্য়বধানে হারিয়ে দিয়েছে। বাবরের সঙ্গে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড মালানও। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। সিরিজের ফাইনাল ম্যাচে তিনিও ৪৫ বলে ৮৭ রানের ইনিংস খেলেন।
অ্যাশেজে পরপর ২ টেস্ট জয় এসেছে। ব্রিসবেনের(brisbane) পর অ্যাডিলেড (adilade) টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া (australia)। আর এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (wtc points) পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাঁরা ২ নম্বর স্থানে রয়েছে। ভারতীয় দল রয়েছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে ২ ম্যাচই জিতেছে তারা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াও ২ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতেছে।। পাকিস্তান তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় পেয়েছে তারা। আর ৬ ম্যাচে ৩টিতে জয় পেয়ে চতুর্থ স্থানে টিম ইন্ডিয়া।
প্রথম টেস্টে গাব্বায় (gabba) জয় এসেছিল। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডেও দুরন্ত জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া (australia)। অ্যাশেজে (ashes) ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ইংল্যান্ডের (england) বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেল ব্যাগি গ্রিনরা। বল হাতে ৫ উইকেট তুলে নিলেন জাই রিচার্ডসন। শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মার্নাস লাবুশেন।
আরও পড়ুন: টেস্টে ব্যাটারদের সিংহাসনে মারনাস লাবুশেন, টি-টোয়ন্টিতে বাবর আজম