নয়াদিল্লি: প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগীন্দর শর্মা এখন অন্য ময়দানে লড়াই করছেন। খেলা ছাড়ার পর তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি পদে যোগ দেন। করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় যোগীন্দরের দায়িত্ব বেড়ে গিয়েছে। তিনি এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে যেভাবে বোলিং করে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন, ঠিক সেভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধেও দেশকে জেতাতে চান এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছে আইসিসি। ট্যুইটে তাঁকে ‘আসল বিশ্বনায়ক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে চারটি করে একদিনের ম্যাচ ও টি-২০ খেলেন ডানহাতি মিডিয়ামে পেসার যোগীন্দর। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারটির জন্যই তাঁকে মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সেই ওভারটি করার দায়িত্ব দেন যোগীন্দরকে। তিনি সেই আস্থার মর্যাদা দিয়ে মিসবা-উল-হককে আউট করে ভারতকে জয় এনে দেন। এই প্রাক্তন ক্রিকেটার এখন অন্য লড়াইয়ে জয় পেতে মরিয়া।