দুবাই: এ বছরই কি নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ায় হবে টি-২০ বিশ্বকাপ? করোনা ভাইরাসের জেরে এ বিষয়ে সংশয় রয়েছে। আইসিসি এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আগামীকালের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
এর আগে তিনবার আইসিসি-র বৈঠকে টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এ বছরের অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তা সত্ত্বেও এ বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না আইসিসি। যদিও সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সম্ভাবনাই বেশি।
এবার টি-২০ বিশ্বকাপ না হলে অবশ্য আগামী বছরের প্রতিযোগিতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। সেই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব হারাতে নিশ্চয়ই রাজি হবে না বিসিসিআই। তবে ভারতের করব্যবস্থা নিয়ে আবার আইসিসি-র সঙ্গে বিসিসিআই-এর টানাপোড়েন অব্যাহত। ফলে ভবিষ্যতে কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। অন্যদিকে, এবারের টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই সময় আইপিএল হতে পারে বলেও জানা গিয়েছে। ফলে আগামীকালের বৈঠকের উপর অনেককিছু নির্ভর করছে।
টি-২০ বিশ্বকাপ কি নির্দিষ্ট সময়েই হবে? আগামীকালের বৈঠকে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2020 09:37 PM (IST)
এবার টি-২০ বিশ্বকাপ না হলে অবশ্য আগামী বছরের প্রতিযোগিতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -