আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে আগেই চমক দিয়েছে পাকিস্তান, এবার ভারতের অধিনায়ক বিরাট কোহলির একাধিক রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। গতকাল নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ৫০ বলে ৭৯ রান করেন তিনি। এই ইনিংসের মাধ্যমেই তিনি একাধিক রেকর্ড গড়লেন।


রিজওয়ানই একমাত্র ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক বছরে ৯০০-র বেশি রান করলেন। তাঁর আগে কোনও ব্যাটসম্যানই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক বছরে ৭৪৮-এর বেশি রান করতে পারেননি। সব ধরনের টি-২০ ম্যাচ মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি রানের নিরিখেও বিরাট ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে দিয়েছেন রিজওয়ান। এক বছরে টি-২০ ম্যাচে বিরাটের সর্বোচ্চ রান ১,৬১৪ এবং বাবরের সর্বোচ্চ রান ১,৬০৭। এ বছর সেখানে রিজওয়ান এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে ১,৬৫১ রান করে ফেলেছেন। তাঁর সামনে এখন শুধু ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ২০১৫ সালে টি-২০ ম্যাচে ১,৬৬৫ রান করেছিলেন গেইল। আর ৫ রান করতে পারলেই গেইলকে টপকে যাবেন রিজওয়ান।


আরও পড়ুন টানা ৪ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান


বিরাটের আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন রিজওয়ান। যে ব্যাটসম্যানরা আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১,০০০-এর বেশি রান করেছেন, তাঁদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি গড় ছিল বিরাটের। তাঁর রানের গড় ৫২.০১। সেখানে রিজওয়ানের এখন রানের গড় ৫২.৬৬।


গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। ওপেন করতে নেমে ৫০ বলে ৮টি বাউন্ডারি ও চারটি ছক্কার মাধ্যমে ৭৯ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। বাবর করেন ৪৯ বলে ৭০ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। মহম্মদ হাফিজ ১৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি বাউন্ডারি মারেন। 


জবাবে ৫ উইকেটে ১৪৪ রান করেই থমকে যায় নামিবিয়া। ফলে ৪৫ রানে ম্যাচ জিতে সেমি-ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান।