আবু ধাবি: আজ টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। আজ জিততেই হবে ভারতকে। তারপরেও রান-রেট সহ নানা হিসেব থাকবে। আর আজ যদি ভারত হেরে যায়, তাহলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।


আজ ভারত-আফগানিস্তান ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে। খেলা হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। টিভিতে ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস থ্রি এইচডি ও ডিডি স্পোর্টসে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।


প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এই ম্যাচের আগে কু অ্যাপে একটি পোস্ট করে বলেছেন, সূর্যকুমার যাদব ফিট থাকলে ঈশান কিষাণের বদলে তাঁকেই খেলানো উচিত। তাঁর মতে, ডানহাতি-বাঁহাতি জুটির চেয়েও, রান করার ক্ষেত্রে ঈশানের চেয়ে এগিয়ে সূর্য। 


 




টি-২০ বিশ্বকাপে গ্রুপ টু-তে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় ভারত। ২ ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে এখন গ্রুপে ৫ নম্বরে ভারতীয় দল। রান রেট -১.৬০৯। এই গ্রুপে একমাত্র ভারত ও স্কটল্যান্ডই এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে দু’টি জিতে এবং একটি হেরে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। ফলে টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ভারতের চেয়ে ভাল জায়গায় রশিদ খানরা। 


টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্য়ান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতীয় দলকে। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি ভারতের সমর্থকদের তোপের মুখে। আজও যদি ভারতীয় দল ভাল পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে সমালোচনার মাত্রা বাড়বে। বিরাট আগেই ঘোষণা করে দিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটে তিনি জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। তার আগে তিনি ভাল পারফরম্যান্স দেখাবেন এটাই কাম্য। কিন্তু সেটা এখনও পর্যন্ত করতে পারেননি ভারতের অধিনায়ক।