দুবাই: টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই পরিচিত ছন্দে দেখা যায়নি ভারতের টি২০ দলের বিদায়ী অধিনায়ক বিরাট কোহলিকে। বরং ব্যাট হাতে নজর কেড়েছেন লোকেশ রাহুল। সদ্য প্রকাশিত আইসিসি-র টি২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং প্রকাশিত হতেই দেখা গেল চার ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে এসেছেন বিরাট। 


বরং ভারতের টি ২০ দলের নতুন সহ অধিনায়ক কে এল রাহুল রাহুল আইসিসি প্রকাশিত টি-২০ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে রয়েছেন পঞ্চম স্থানে। উত্থান ঘটেছে রোহিত শর্মারও। এক থেকে দশের মধ্যে না থাকলেও ভারতের নতুন টি ২০ অধিনায়ক রয়েছেন ১৫ নম্বরে।


বুধবার টি২০-র এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকার শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ৮৩৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি। তবে বিরাটের র‍্যাঙ্কিং পতনে গুঞ্জন শুরু হয়েছে। ব্যক্তিগত পারফর্ম্যান্সে উন্নতি না করলে টি-২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে ছিটকে যেতে পারেন, এমনটাও অনেকে মনে করছেন।



আরও পড়ুন, আজ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া, কখন, কোথায় দেখা যাবে খেলা?


বিরাটের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ফর্মে থাকা জস বাটলার। ৬৯৮ পয়েন্ট নিয়ে অষ্টমে বিরাট, আর ৬৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর নীচেই রয়েছেন বাটলার। ব্যাটারদের তালিকায় অনেকটাই উঠে এসেছেন এইডেন মার্করামের। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেই রেটিংয়ে তাই তিন ধাপ উঠে এসেছেন তিনি। তাঁর পয়েন্ট ৭৯৬। 


চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান ছাড়া বিরাটের ব্যাটে তেমন উল্লেখযোগ্য রান নেই। এবার ভারতের হয়ে বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন কে এল রাহুল রাহুল।  যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। 


এদিকে, রোহিতকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। রাহুলকে সেই দলের সহ অধিনায়ক করা হয়েছে। আর কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট-হীন ভারতীয় দল খেলবে।