দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে তার আগে দলের দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যায় পাক শিবির। এই দুই ক্রিকেটার গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। এমনকী, ম্যাচের আগের দিনও তাঁরা অনুশীলনে যোগ দিতে পারেননি। ফলে রিজওয়ান ও শোয়েব আজ খেলতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে। এই দুই ক্রিকেটারকে না পেলে সমস্যায় পড়তে পারে পাকিস্তান।


পাক শিবির সূত্রে খবর, রিজওয়ান ও শোয়েবের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তবে পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সুমরো তাঁদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। রিজওয়ান ও শোয়েব আজ খেলতে পারবেন কি না, সেটা ম্যাচের আগে জানা যাবে।


চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। তিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ২১৪ রান করেছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে রিজওয়ানের ওপেনিং জুটি বিপক্ষ দলগুলিকে বারবার সমস্য়ায় ফেলে দিয়েছে। ফলে আজ যদি রিজওয়ান খেলতে না পারেন, তাহলে নিঃসন্দেহে ধাক্কা খাবে পাকিস্তান। এই ওপেনার যদি শেষপর্যন্ত খেলতে না পারেন, তাহলে তাঁর বদলে দলে আসতে পারেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। সেক্ষেত্রে তিনিই উইকেটকিপিং করবেন। ব্যাটিং ওপেন করতে পারেন ফকর জামান।


অন্যদিকে, শোয়েব যদি খেলতে না পারেন, তাহলেও দল বাছাই নিয়ে সমস্যায় পড়তে পারে পাকিস্তান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হন শোয়েব। তিনি ৬টি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে মাত্র ১৮ বলে ৫৪ রান করেন। দুরন্ত ফর্মে থাকা এই অলরাউন্ডারের অসুস্থতা পাকিস্তানের পক্ষে বড় ধাক্কা হতে পারে।


পাক টিম ম্যানেজমেন্ট অবশ্য শেষমুহূর্ত পর্যন্ত আশাবাদী, রিজওয়ান ও শোয়েব দু’জনেই আজ খেলতে পারবেন। শেষপর্যন্ত কী হয়, সেটা জানার জন্য আর কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে। আজ খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে।