দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। যোগ্যতা অর্জনকারী পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ডের মতো দেশ। তারই মাঝে প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলিরা। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছেন কোহলিরা। আর সেই ম্যাচে প্রথম ব্যাট করে বড় রান তুলল ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য রাখল ইংল্যান্ড।


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। দল হিসাবে একটা ছন্দ তৈরি করতে চাই, টস জিতে বললেন বিরাট। ইংল্যান্ডের ২ ওপেনারকেই ফেরান মহম্মদ শামি। এদিন মর্গ্যান খেলেননি। তাঁর বদলে ইংল্যান্ডের নেতৃত্বের ব্যাটন ছিল বাটলারের কাঁধে। যদিও ব্যাট হাতে রান পাননি বাটলার। তিনি ১৮ রান করে আউট হন। ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোনও বেশি রান করতে পারেননি। তবে ইংল্যান্ডের ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন জনি বেয়ারস্টো ও মঈন আলি। প্রথম জন ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। তবে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। তিনি লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংস খেলেন। মাত্র ২০ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ২টো পেল্লাই ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড বোর্ডেও বড় রান তুলে নেয়। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে তারা।


ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন মহম্মদ শামি। ৪ ওভারে ৪০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে ১টি করে উইকেট নেন রাহুল চাহার ও জসপ্রীত বুমরা। তবে নিজের ৪ ওভারে ৫৪ রান খরচ করলেও কোনও উইকেট পাননি ভুবনেশ্বর কুমার।  


এদিকে, আইপিএলের আগে ঠিক ছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামবেন তিনিই। কিন্তু আইপিএলের পরই পুরো চিত্রটা বদলে গিয়েছে। ওপেনিংয়ে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা কে এল রাহুলকেই দেখা যাবে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে। এমনটাই জানিয়ে দিলেন স্বয়ং বিরাট কোহলি। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নামার আগে বিরাট এক সাক্ষাৎকারে বলেন, 'আইপিএলের আগে পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু এখন ছবিটা পালটে গিয়েছে। কে এল রাহুলকে ছাড়া ওপেনিং ভাবাই যাবে না।'