দুবাই: টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ভারতের টার্গেট ১৩৩। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩২ রান করল নামিবিয়া। সর্বোচ্চ ২৬ রান করেন মিডল অর্ডার ডেভিড ওয়াইজি। ২১ রান করেন ওপেনার স্টিফেন বার্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। জোড়া উইকেট নেন জসপ্রীত বুমরাহ। হতাশ করেন বাংলার পেসার মহম্মদ শামি। তিনি ৪ ওভার বোলিং করে ৩৯ রান নেন। কোনও উইকেট পাননি শামি।


আজ অধিনায়ক হিসেবে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ বিরাট কোহলির। তিনি দলকে জিতিয়েই টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চান। ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীরও এটাই শেষ ম্যাচ। তাঁর বদলে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। 


এদিন ম্যাচের শুরুটা ভাল করে ভারতীয় দল। পঞ্চম ওভারে ৩৩ রানে প্রথম উইকেট হারায় নামিবিয়া। মাইকেল ভ্যান লিঙ্গেনকে (১৪) ফিরিয়ে দেন বুমরাহ। তাঁর বলে ক্যাচ নেন শামি। পরের ওভারে এক রান যোগ হওয়ার পরেই ফের উইকেট হারায় নামিবিয়া। এবার ফিরে যান তিন নম্বরে নামা ক্রেগ উইলিয়ামস (০)। জাডেজার বলে তাঁকে স্টাম্প করে দেন ঋষভ পন্থ। ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় নামিবিয়া। এবার বার্ডকে এলবিডব্লু করে দেন জাডেজা। ৪৭ রানে চতুর্থ উইকেট হারায় নামিবিয়া। ইয়ান নিকোল লফটি-ইটনকে (৫) ফিরিয়ে দেন অশ্বিন। তাঁর বলে ক্যাচ নেন অশ্বিন।


এরপর কিছুটা লড়াই করেন ওয়াইজি। ৭২ রানে পঞ্চম উইকেট হারায় নামিবিয়া। অধিনায়ক জেরহার্ড এরাসমাসকে (১২) ফিরিয়ে দেন অশ্বিন। তাঁর বলে স্টাম্প করেন পন্থ। এরপর ৯৩ রানে ষষ্ঠ এবং ৯৪ রানে সপ্তম উইকেট হারায় নামিবিয়া। প্রথমে জে জে স্মিটকে (৯) ফিরিয়ে দেন জাডেজা। ক্যাচ নেন রোহিত। এরপর প্রথম বলেই জেন গ্রিনকে (০) বোল্ড করে দেন অশ্বিন। দলের ১১৭ রানে ফিরে যান ওয়াইজি। তাঁকে ফেরান বুমরাহ। ক্যাচ নেন রোহিত।