দুবাই : ভারত, নিউজিল্যান্ডজের পর এবার আফগানিস্তান। টি২০ বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলল পাকিস্তান। পাক টিম কতটা ছন্দে সেটা বোঝা যায় এই ম্যাচে তাদের জয়ের ছন্দেই। রান তাড়া করতে নেমে করিম জানাটের ১৯ তম ওভারে ৪টে বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের দাপুটে জয় নিশ্চিত করলেন ম্যাচ সেরা আসিফ আলি। মাত্র ৭ বলে ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান তাঁর। যার সুবাদে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল ৫ উইকেটে। আর টানা তৃতীয় জয়ের সুবাদে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেলল বাবর বাহিনী।
দুবাই ইনটারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে আফগানিস্তান। টপ অর্ডার ব্যর্থ হলেও অধিনায়ক মহম্মদ নবি (অপরাজিত ৩৫) ও গুলবাদিন নাইবের ( অপরাজিত ৩৫) অবিচ্ছেদ্য ৭১ রানের পার্টনারশিপে ভর করে যথেষ্ট লড়াকু স্কোর খাড়া করেন আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশামতো হয়নি পাকিস্তানের। তবে অধিনায়ক বাবর আজম (৫১) আরও একটা দুরন্ত অর্ধশতরানে দলকে রান তাড়া করার দারুণ মঞ্চ তৈরি করে দেন।
মাঝে ফকহর জামান (৩০) ও শেষপর্বে আসিল আলির দাপটে অবশ্য সহজেই ম্যাচ বের করে নেয় পাকিস্তান।
আরও পড়ুন- থ্রিলারে বাজিমাত ওয়েস্ট ইন্ডিজের, হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে বাংলাদেশ