দুবাই: ২২ গজে ভারত- পাকিস্তান ম্য়াচ মানেই আলাদা রোমাঞ্চ। আলাদা উত্তেজনা তৈরি হয় এই ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট মহারণের সময়। চলতি বছরেই এই ২ দেশ ফের মুখোমুখি হতে চলেছে ২২ গজে। আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপেই এবার ফের ভারত- পাক দ্বৈরথ দেখতে পাওয়া যাবে। আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হতে চলছে বিরাট- বাবর বাহিনী। 


গত মাসে আইসিসির তরফে একটি বৈঠক করা হয়েছিল। সেই বৈঠকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত- পাক দ্বৈরথের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের মঞ্চে শেষবার ২ দলের দেখা হয়েছিল। সেবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। বিশ্বকাপের মঞ্চে ২ দলের সাক্ষাতে সর্বাধিক জয় এসেছে ভারতের। এমনকী আইসিসি টুর্নামেন্টেও ২ দলের সাক্ষাতে পাল্লা ভারী ভারতেরই।  টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত- পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান। 


আসন্ন টি ২০ বিশ্বকাপের দলগুলি দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
 


গ্রুপ ১-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিজ উইনার গ্রুপ এ, রানার আপ গ্রুপ বি


গ্রুপ ২-ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি।


আইসিসি কর্তৃক গ্রুপের বিন্যাস ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।


এর আগে ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে। গত টি ২০ বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়েছিল। ওই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশও। ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক মহলে আগ্রহের কথা মাথায় রেখে এবারও দুটি দলকে একই গ্রুপে রাখা হয়েছে।


উল্লেখ্য, করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে টি ২০ বিশ্বকাপ এবার ভারত থেকে সরে গিয়ে হবে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত - দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানে টি ২০ বিশ্বকাপের খেলা হবে।সুপার ১২-এ রয়েছে দুটি গ্রুপ, যেখানে ছয়টি দলকে রাখা হয়েছে। রাউন্ড ওয়ানে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।গ্রুপ এ-র জয়ী ও  গ্রুপ বি-র রানার আপ দল টি ২০ বিশ্বকাপের গ্রুপ এ-তে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, গ্রুপ বি-র জয়ী ও গ্রুপ এ-র রানার আপ গ্রুপ ২-তে খেলবে।