কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে সম্প্রতি বিসিসিআই। কিন্তু দল ঘোষণার থেকেও যেই বিষয়টি নজর কেড়েছে, তা হল মেন্টর ধোনির অন্তর্ভূক্তি। কিংবদন্তী কপিল দেব মনে করেন একেবারে সঠিক ব্যক্তিকেই মেন্টর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। কলকাতায় একটি ইভেন্টে অংশ নিতে এসে এমনই জানালেন কপিল।


কলকাতা শহর তাঁর বড় প্রিয়। সুযোগ হলেই তাই চলে আসা এ-শহরে। ঠিক যেমনটা এলেন শুক্রবার। এক বানিজ্যিক সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এলেন কপিলদেব। শহরে পা রেখেই ভাসলেন নস্টালজিয়ায়। ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর হওয়ায় খুশি কপিল। তবে, সাধারণত যাঁরা খেলা ছেড়ে দেন, চার-পাঁচ বছর পরই তাঁদের ওই ভূমিকায় ফেরানো হয়, বললেন তিনি। তিরাশির বিশ্বজয়ী হরিয়ানা হ্যারিকেনের আগুনে পেসে একসময় ঘায়েল হয়েছেন বিশ্বের তাবড় ব্যাটসম্যানেরা। ভারতীয় দলের বর্তমান প্রজন্মের পেসারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাঁকে। টি-টোয়েন্টি দল থেকে শিখরের বাদ পড়া বা অশ্বিনের জায়গা পাওয়া নিয়ে মন্তব্য না করলেও কপিলদেবের নজরে কিন্তু, অক্টোবর শুরু হতে চলা বিশ্বকাপই। 


তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল বলেন, 'এটা খুবই ভাল একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আমি সবসময় মনে করি যে একজন ক্রিকেটারের অবসর নেওয়ার তিন-চার বছরের মধ্যে যেন ফের ক্রিকেটের সেট আপে ফিরে আসতে পারে। কিন্তু এটা স্পেশ্যাল কেস। সামনে বিশ্বকাপের মত টুর্নামেন্ট। রবি শাস্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। ধোনির উপস্থিতিতে খুব উপকৃত হবে ভারতীয় দল।'


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। আর দল নির্বাচনে বড়়সড় চমক দিয়ে  প্রাক্তন অধিনায়ককে টি ২০ বিশ্বকাপ অভিযানে দলের মেন্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, অবসর গ্রহণের পর আবার মেন ইন ব্লু ব্রিগেডের ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে।  


ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, 'আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।  যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।'