মুম্বই: সম্প্রতি একটি কমেডি অনুষ্ঠানে এসেছিলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। সেখানেই তিনি জানালেন যে, তাঁর দুই সহ অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn) আর সুনীল শেট্টিকে (Suniel Shetty) দেখলেই নাকি তাঁর হাসি পায়। শুধু তাই নয়, এই কারণে তিনি তাঁদের সঙ্গে মুখোমুখিও হতে চান না। রবিনা ট্যান্ডনের এই বক্তব্যে রীতিমতো অবাক নেট নাগরিকরা। কী এমন হল যার জন্য অজয় দেবগন, সুনীল শেট্টির মতো অভিনেতাদের দেখলেই হাসি পায় অভিনেত্রীর?


আরও পড়ুন - Thalaivi Jayalalithaa Biopic: তথ্যগত ভুলের অভিযোগ, মুক্তির পরেই ফের বিতর্কে কঙ্গনার 'থালাইভি'


১৯৯৪-র ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল রবিনা ট্যান্ডনের ছবি 'দিলওয়ালে'। ছবিতে রবিনা ছাড়াও অভিনয় করেছিলেন অজয় দেবগন, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, গুলশন গ্রোভার, রীমা লাগু প্রমুখ অভিনেতারা। রবিনা ট্যান্ডন জানাচ্ছেন যে, ছবির শ্যুটিং চলাকালীন মুবিন সওদাগর এবং গৌরব দুবের চরিত্রে মজাদার অভিনয় করেন অজয় দেবগন এবং সুনীল শেট্টি। সেই সময় এই দুই অভিনেতার মিমিক্রি করার কায়দা দেখে হাসতে হাসতে তাঁর পেটে ব্যথা হয়ে গিয়েছিল। দুই অভিনেতার কার্যকলাপ তাঁকে এত হাসিয়েছিল যে, পরবর্তীকালে অজয় দেবগন এবং সুনীল শেট্টির সঙ্গে দেখা হলেই সেই স্মৃতি তাঁর মনে পড়ে যায় এবং তিনি হাসতে শুরু করে দেন। রবিনা আরও জানাচ্ছেন, 'দিলওয়ালে'র শ্যুটিং চলাকালীন অনেক মজার ঘটনা ঘটেছিল। কিন্তু দুই সহ অভিনেতার মজাদার মিমিক্রি হাসতে হাসতে তাঁর চোয়ালে ব্যথা করে দিয়েছিল। তাই পরবর্তীকালে যখনই এই দুই অভিনেতার সঙ্গে মুখোমুখি হয়েছেন, সেই স্মৃতি মনে পড়ে গিয়ে তাঁদের দেখে হাসতে শুরু করে দিয়েছেন।


আরও পড়ুন - Virender Sehwag: গান গাইবেন সহবাগ? ইঙ্গিতপূর্ণ ট্যুইট কৈলাস খেরের


প্রসঙ্গত, 'দিলওয়ালে' ছবিতে রবিনা ট্যান্ডন যে চরিত্রে অভিনয় করেছিলেন, প্রথমে সেই চরিত্রে দিব্যা ভারতীর অভিনয় করার কথা ছিল। কিন্তু তাঁর অকালে চলে যাওয়ার ফলেই সেই চরিত্রে আসেন রবিনা। ১৯৯৪তে মুক্তি পাওয়া ছবি 'দিলওয়ালে' ওই বছরের সবথেকে বেশি ব্যবসা করা ছবি ছিল।