মুম্বইঃ হার্দিক পাণ্ড্য কী আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে পারবেন? সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৫ অক্টোবরের মধ্যেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে রয়েছেন এই তরুণ অলরাউন্ডার। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন আছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে পরিবর্তিত দল আইসিসি-র কাছে পাঠাতে পারবে মুলপর্বে খেলা দলগুলি। মনে করা হচ্ছে, বোলার হার্দিককে নিয়ে অস্বস্তি দূর করতে নির্বাচকরা অতিরিক্ত বোলার যুক্ত করতে পারেন দলের সঙ্গে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ''ভারতীয় দলে একজন জোরে বোলার কম রয়েছে। রিজার্ভ দলে শার্দূল ঠাকুর এবং দীপক চাহার থাকলেও একটা সংশয় থেকেই যাচ্ছে। কোনও কারণে হার্দিক বোলিং না করতে পারলে শার্দূল এবং চাহারের মধ্যে থেকে কোনও একজনকে সেই জায়গায় ব্যবহার করা যেতেই পারে। তেমন একটা সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”


এর আগে কানাঘুষো শোনা যাচ্ছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন শার্দুল ঠাকুর। বিশ্বকাপের জন্য ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন মুম্বইয়ের হয়ে এই তারকা বোলার। হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে তাঁকে দেখা দলে নেওয়া হতে পারে। বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে শ্রেয়স আইয়ার, দীপক চাহারের সঙ্গে তালিকায় রয়েছেন শার্দুল ঠাকুরও। এই মুহূর্তে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন শার্দুল। ধোনির দলের তারকা পেস বোলার দলের সর্বাধিক উইকেট শিকারি এবারের টুর্নামেন্টে। 


হার্দিক পাণ্ড্যর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। এমন অবস্থায় আশ্বাসবাণী দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই বার্তায় রয়েছে কিছুটা চিন্তার পূর্বাভাসও। কারণ হার্দিকের সুস্থতার জন্য ফিজিও, প্রশিক্ষক এবং মেডিকেল টিমের দিকে তাকিয়ে রয়েছেন রোহিত। প্রায় দেড় বছর ধরে পিঠের চোটে কাবু হার্দিক। হয়েছে অস্ত্রোপচারও। তারপর থেকে হার্দিক খুব বেশি বোলিং করেননি। বছরের শুরুর দিকে হার্দিক জাতীয় দলের হয়ে কয়েক ওভার বল করেছিলেন, কিন্তু চলতি আইপিএলে তিনি বল স্পর্শ করেননি। এরপরেই প্রশ্ন উঠেছে তাহলে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক বোলিং করতে পারবেন? আর যদি বোলিং নাই করতে পারেন তাহলে কি হার্দিক চূড়ান্ত দলে জায়গা পাবেন?