দুবাই: টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দুটো স্থানে হাড্ডাহাড্ডি লড়াই। শীর্ষস্থান ধরে রাখলেন মহম্মদ রিজওয়ান। অন্য়দিকে দ্বিতীয় স্থানেই রয়েছেন সূর্যকুমার যাদব। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের সুবাদেই ক্রমতালিকায় উন্নতি করেছেন কনওয়ে।
মহম্মদ রিজওয়ানের থেকে এখন মাত্র ১৫ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন সূর্যকুমার। অন্য়দিকে তৃতীয় স্থানে থাকা বাবর সূর্যর থেকে ৩০ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে তাঁদের ব্য়াটিংয়ের পারফরম্যান্সের ওপর ক্রমতালিকার প্রথম তিনটি স্থান নির্ভর করবে, তা বলাই বাহুল্য।
অস্ট্রেলিয়ার পথে ৩ পেসার
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিন পেসার। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি।
পিঠের চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন চাহার। খেলতে পারেননি আইপিএলেও। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে ফিরেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন। কিন্তু আবার চোট পান। সেই চোট তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে দিল। আপাতত দীপক চাহার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানেই রিহ্যাব চলছে তাঁর।
ভারতের মূল দল ৬ অক্টোবর বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিল। রোহিত শর্মারা পারথে আছেন। সেখানে এক সপ্তাহ ধরে প্রস্তুতি শিবির চলছে ভারতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। সেই ম্যাচে ১৩ রানে জিতেছিলেন রোহিতরা। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।