মুম্বই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আবারও এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে যাতে গত বছরের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সচেতন ভারতীয় ম্যানেজমেন্ট।
ব্যর্থতার পরে বদল
এই বছর টি-টোয়েন্টিতে ভারতীয় দলের খেলার ধরনে বদল স্পষ্টই চোখে পড়েছে। আগে যেখানে ভারতীয় দলের টি-টোয়েন্টিতে তুলনামূলক মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছিল, সেখানে বিশেষত শেষ দুই টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আগ্রাসী ব্যাটিং বেশ নজর কেড়েছে। দুই সিরিজই জিতেছে ভারতীয় দল। এবার সামনে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে সম্ভবত এটাই ভারতীয় দলের শেষ বড় চ্যালেঞ্জ। সেই টুর্নামেন্টের পূর্বে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভারতের ব্যাটিংয়ের এই বদল নিয়ে রহস্য় খোলসা করলেন।
তিনি বলেন, 'আমরা গত বছর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (সেমিফাইনালে) কোয়ালিফাই না করার পরেই গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আমাদের মনে হয়েছিল আমাদের মনোভাবে বদল আনাটা সবার আগে প্রয়োজন। আমরা যেভাবে ক্রিকেটটা খেলছি, সেই ধরনটা বদলানোর প্রয়োজন। আমরা দলের সকলকে এক স্পষ্ট বার্তা দিয়েছিলাম এবং সকলেই এই নতুন চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত ছিল। তবে হ্যাঁ, এটাও আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করছি, তখন কিছু ভুলত্রুটি, কিছু ব্য়র্থতা তো হবেই। তবে তার মানে এই নয় যে আমরা পিছিয়ে পড়ছি।'
রেকর্ডের হাতছানি
এশিয়া কাপেই (Asia Cup 2022) এরপর ভারতীয় দল আবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলবে। সেই টুর্নামেন্টেই ভারতের সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতীয় দল দুই ম্যাচ খেলবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে সুপার চারে আরও তিন ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। সেখান থেকে ১৩ সেপ্টেম্বর ফাইনালে পৌঁছলে এশিয়া কাপে মোট পাঁচটি ম্যাচ খেলবে ভারত। এই পাঁচ ম্যাচের সবকয়টিতে যদি ভারতীয় দল জিততে পারে, তাহলেই তারা ভেঙে ফেলবে পাকিস্তানের টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক বছরে সর্বাধিক ২০ ম্যাচ জয়ের রেকর্ড। গত বছরই বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল এই রেকর্ড গড়েছিল। ভারতের ২০২২ সালে টি-টোয়েন্টিতে জয়ের সংখ্যা ১৬। পাঁচ ম্য়াচ জিতলে তা গিয়ে দাঁড়াবে ২১-এ। অর্থাৎ, অপরাজিতভাবে এশিয়া কাপ জিততে পারলেই ভারত পাকিস্তানের রেকর্ড ভেঙে দেবে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি নাকচ করে দিলেন তারকা বোলার ট্রেন্ট বোল্ট