মুম্বই: আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি দেখিয়ে দিয়েছেন, এখনও ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে পারেন। এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড়সড় চমক হয়ে হাজির হলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।


এক সিরিজেই ১০৮ ধাপ উত্থানের সাক্ষী থাকলেন দীনেশ কার্তিক। আইসিসির (ICC) সাম্প্রতিক টি-টোয়েন্টি ক্রমপর্যায়ে ব্যাটারদের তালিকায় ১০৮ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে উঠে এসেছেন ভারতীয় তারকা। সদ্য় সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ ছন্দে ছিলেন কার্তিক। বিশেষত ফিনিশারের ভূমিকায় নিজের জাত চিনিয়ে দেন। চার ম্যাচে ৯২ রান করেন। প্রথম ম্যাচে বেশি সুযোগ পাননি। মাত্র এক রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ম্যাচে যেখানে পুরো ভারতীয় দল নাকানি-চোবানি খাচ্ছিল, সেখানে পাল্টা মেরে অপরাজিত ৩০ রান করেন। তৃতীয় ম্যাচে বেশি রান না পেলেও পরের ম্যাচে সেই খামতি পুষিয়ে নেন। মাত্র ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। কার্তিকের স্ট্রাইক রেট ছিল ২০৩.৭। ন'টি বাউন্ডারি হাঁকান। মারেন দুটি ছক্কা । সেই ম্যাচের সেরাও নির্বাচিত হন কার্তিক। যিনি তিন বছর পর ভারতের জার্সিতে কোনও ম্যাচ খেলেন।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরানের পর কার্তিক বলেছিলেন, ‘প্রথম টি-টোয়েন্টির কথা মনে করলে নিজেকে বুড়ো মনে হয় (হেসে ফেলেন কার্তিক)। আমি বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমার সঙ্গে খেলা ২১-২২ জন অবসর নিয়ে নিয়েছে। আমি যে এখনও খেলা চালিয়ে যাচ্ছি, এটাই ভালো বিষয় ।’


প্রথম দশে ঢুকে পড়লেন ঈশান কিষাণ। প্রোটিয়াদের বিরুদ্ধে দুটো অর্ধশতরান করে ক্রমতালিকায় ছ'নম্বরে উঠে এলেন ভারতের ওপেনার। প্রথম দশে একমাত্র ভারতীয় ব্যাটার ঈশানই। একনম্বরে পাকিস্তানের বাবর আজম। টি-২০ বোলারদের তালিকায় তিন ধাপ ওপরে উঠে ২৩ নম্বরে যুজবেন্দ্র চাহাল।


আরও পড়ুন: করোনা আক্রান্ত কোহলি? ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়েও আচমকা ধোঁয়াশা