দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) চলাকালীনই ক্রিকেটের এই ফর্ম্যাটে সব বিভাগে সেরাদের তালিকা (ICC Ranking) প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। ব্যাটারদের তালিকায় পিছিয়ে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কে এল রাহুল। কোহলি এক ধাপ নেমে রয়েছেন পাঁচ নম্বরে। কে এল রাহুল নেমে গিয়েছেন ৮ নম্বরে।


টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত শুরু করা পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন । বাবর দুইয়ে ও মারক্রাম তিনে রয়েছেন। শীর্ষে ইংল্যান্ডের দাভিদ মালান। চারে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান । অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশের শাকিব আল হাসান।


এদিকে, প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর ভারতীয় শিবিরে কিছুটা আশার আলো জাগালেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) । বুধবার বেশ কিছুক্ষণ দৌড়নোর পর নেটে মিনিট ১৫ বোলিং করলেন বঢোদরার অলরাউন্ডার। মেন্টর মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) তত্ত্বাবধানে চলল হার্দিকের প্রস্তুতি । রবিবার, ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পরের ম্যাচ খেলবে ভারত। তার আগে হার্দিকের অনুশীলনে বোলিং শুরু করা ইতিবাচক ছবি হিসাবেই দেখছে ভারতীয় শিবির ।


পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন । তবে হার্দিক পাণ্ড্যর স্ক্যান রিপোর্টে আশঙ্কার কিছুই মেলেনি । আগামী রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন এই তরুণ অলরাউন্ডার । পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়ই কাঁধে চোট পান হার্দিক। এরপর আর মাঠেই নামতে পারেননি তিনি। টিম ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘‘এখন ওঁর চোট নিয়ে কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই ও সুস্থ হয়ে গিয়েছে। স্রেফ সাবধানতা অবলম্বন করার জন্য স্ক্যান করা হয়েছিল। যেহেতু বিশ্বকাপের সবে একটা ম্যাচ হয়েছে, তাই দল পরিচালন সমিতি কোনও ঝুঁকি নিতে চায়নি।’’