দুবাই: ব্যাট হাতে তিনি দুরন্ত ছন্দে। এবার বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হওয়ার দৌড়েও ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যাঁকে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে । এ বি ডিভিলিয়ার্সের পর।


বুধবার টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি (ICC)। ব্যাটারদের তালিকায় শীর্ষে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাকিস্তানের ব্যাটার রয়েছেন দুরন্ত ছন্দে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি নায়ক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন অনেকে ।


তাঁর চেয়ে মাত্র ১৬ পয়েন্ট পিছনে রয়েছেন সূর্যকুমার। কার্যত রিজওয়ানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুটি হাফসেঞ্চুরি-সহ ১১৯ রান করেছিলেন সূর্য।


অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের সাত ম্যাচে ৩১৬ রান করে দুই দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন রিজওয়ান। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বড় রান পেলে রিজওয়ানকে টপকে যেতে পারতেন সূর্যকুমার। সেই ম্যাচে ব্যর্থ হয়েছেন স্কাই। মাত্র ৮ রান করে আউট হন তিনি। যে কারণে তালিকায় দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।


 






তালিকায় তিন নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে ১০৮ রান করেছেন তিনি। সাত ধাপ উঠে ব্যাটারদের তালিকায় ১৪ নম্বরে রাহুল। বিরাট কোহলি এক ধাপ নেমে রয়েছেন ১৫ নম্বরে। রোহিত শর্মাও এক ধাপ নেমে ১৬ নম্বরে রয়েছেন।


আরও পড়ুন: দশেরার উৎসব বাতিল করে অসুস্থ ডোনাকে দেখতে হাসপাতালে সৌরভ