নয়াদিল্লি: সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতো ক্রিকেটেও #MeToo আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা ও তারকা পেসার লসিথ মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অতীতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের বিরুদ্ধেও এক মহিলা সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব দেওয়া, ড্রেসিংরুমে মহিলা ম্যাসিওরের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এবার ক্রিকেটারদের মাঠের বাইরে শিশু ও মহিলাদের প্রতি আচরণের বিষয়ে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি। সিঙ্গাপুরে তিনদিনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। যৌন হেনস্থা রোখার জন্য নতুন নীতি গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অবিলম্বে আচরণবিধি চালু করা হবে। মাঠের বাইরে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আইসিসি প্রতিযোগিতায় কাজ করা অন্যান্য লোকজনের আচরণের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।’
আইসিসি সিইও ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘খেলোয়াড়, আম্পায়ার ও ম্যাচ রেফারি বা অন্যান্য দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য যাতে ক্রিকেট নিরাপদ ও সুরক্ষিত থাকে, সেটা নিশ্চিত করার জন্য আইসিসি বোর্ড ও কমিটিগুলি দায়বদ্ধ। শিশু ও যৌন হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা আছে এমন প্রাপ্তবয়স্কদের রক্ষা করা, তাঁরা যাতে আপত্তিকর আচরণ হেনস্থার শিকার না হন সেটা নিশ্চিত করা এবং আইসিসি প্রতিযোগিতা চলাকালীন মাঠের বাইরের আচরণ উন্নত করার লক্ষ্যে নীতি ও আচরণবিধিতে বদল আনার বিষয়ে বোর্ড সদস্যরা একমত হয়েছেন।’
মাঠের বাইরে মহিলাদের প্রতি আচরণ কেমন হবে, ক্রিকেটারদের শেখাবে আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 02:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -