আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অবিলম্বে আচরণবিধি চালু করা হবে। মাঠের বাইরে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আইসিসি প্রতিযোগিতায় কাজ করা অন্যান্য লোকজনের আচরণের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।’
আইসিসি সিইও ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘খেলোয়াড়, আম্পায়ার ও ম্যাচ রেফারি বা অন্যান্য দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য যাতে ক্রিকেট নিরাপদ ও সুরক্ষিত থাকে, সেটা নিশ্চিত করার জন্য আইসিসি বোর্ড ও কমিটিগুলি দায়বদ্ধ। শিশু ও যৌন হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা আছে এমন প্রাপ্তবয়স্কদের রক্ষা করা, তাঁরা যাতে আপত্তিকর আচরণ হেনস্থার শিকার না হন সেটা নিশ্চিত করা এবং আইসিসি প্রতিযোগিতা চলাকালীন মাঠের বাইরের আচরণ উন্নত করার লক্ষ্যে নীতি ও আচরণবিধিতে বদল আনার বিষয়ে বোর্ড সদস্যরা একমত হয়েছেন।’