চেন্নাই: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে বিধ্বস্ত করে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। তাদের এই জয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেডিয়ামে ইংল্যান্ড ৩৬ বছর পর ভারতকে হারাতে সক্ষম হল ইংল্যান্ড। এরসঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ইংল্যান্ড। যদিও ফাইনালে জায়গা পাকা করতে এখনও যথেষ্ট পরিশ্রম করতে হবে।
চেন্নাই টেস্টে জয়ের পর ইংল্যান্ডের পয়েন্ট এখন ৭০.২ শতাংশ হল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জো রুটের দল এখন সবার আগে। এই ম্যাচে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে তাদের আশা উজ্জ্বল হয়েছে।
চার নম্বরে নেমে গেল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম স্থানে ছিল। কিন্তু চিপক টেস্টে হেরে আপাতত চার নম্বরে নেমে গেল বিরাট কোহলির দল। ভারতকে যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হয়, তাহলে যে কোনওভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্টে জিততে হবে। কিংবা ২-১ সিরিজ জিততে হবে। ভারত ৬৮.৩ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত।
উল্লেখ্য, নিউজিল্যান্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দল ১৮ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলতে নামবে।
এরইমধ্যে চলতি সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জেতায় ফাইনালে ওঠার লড়াই রোমাঞ্চকর হয়ে উঠেছে। ইংল্যান্ড যদি ভারতের বিরুদ্ধে ৩-০, ৩-১ বা ৪-০ সিরিজ জেতে তাহলে তারা ফাইনালে উঠবে। কিন্তু এই সিরিজ ইংল্যান্ড যদি ১-০ বা ২-০-তে জেতে তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে।
দ্বিতীয় ইনিংসের ভারতের সামনে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। জবাবে ভারত মাত্র ১৯২ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিড সর্বাধিক চার উইকেট নিয়েছেন। সেইসঙ্গে পেসার জেমস আন্ডারসন তিন উইকেট নেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত ৩৩৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পাওয়ার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৮ রানে গুটিয়ে গিয়েছিল।
৪২০ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ৩৯।