দুবাই: আইসিসি টেস্ট ফর্ম্যাটে ব্য়াটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন মারনাস লাবুশেন। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টের তালিকায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে জো রুটকে সরিয়ে তিনি শীর্ষে ওঠেন গত সপ্তাহে। এরপরের ম্যাচেও শতরান হাঁকিয়েছিলেন লাবুশেন। এই তরুণ ব্যাটারের সর্বোচ্চ রেটিং এখন ৯৩৭। বিরাটের সর্বোচ্চ রেটিংও ছিল ৯৩৭। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে লাবুশেনের চেয়ে বেশি রেটিং পয়েন্ট আছে কেবল স্টিভ স্মিথের ৯৪৭ ও রিকি পন্টিংয়ের ৯৪২। যদিও সর্বকালের সেরা রেটিং এখনও পর্যন্ত ডন ব্র্যাডম্যানের ঝুলিতেই। তিনি একটা সময় ৯৬১ পয়েন্ট ঝুলিতে পুরেছিলেন। ১২ নম্বর স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে ৭১৪ রেটিং। এই সিরিজের শেষ টেস্টে ১৭৫ ও অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে উঠেছেন সাত নম্বরে।




শ্রেয়স, পূজারার অর্ধশতরান


রোহিত শর্মার অনুপস্থিতিতে কে এল রাহুলের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমেছে ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রাহুল। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে নামলেও কোনও ব্যাটারই বড় রান পাননি। ৫৪ বলে ২২ রানের ইনিংস খেলে ফেলেন রাহুল। অন্যদিকে ৪০ বলে ২০ রান করে ফেরেন গিল। ২ জনেই তিনটি করে বাউন্ডারি হাঁকান। তাইজুল ইসলামের বল মাত্র ১ রান করে লেগিফোর হয়ে ফিরে যান বিরাট কোহলি। এরপর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ মিলে দলকে টেনে নিয়ে যেতে থাকেন। ৪৫ বলে ৪৬ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান পন্থ। 


পন্থ ফিরে গেলে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন পূজারা। ১১২/৪ থেকে ২ জনে মিলে দলকে টানা শুরু করেন। দলের স্কোর যখন ২৬১, তখন পূজারা আউট হন। সহ অদিনায়কের ব্যাটন পেয়েছেন এই সিরিজে। দায়িত্ব পেয়ে দায়িত্বশীল ইনিংসও খেললেন। ৯০ রান করেন পূজারা। তিনি ফিরে যাওয়ার পর শ্রেয়স আইয়ার দলকে টেনে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত দিনের শেষ ৮২ রান অপরাজিত থাকেন।