দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ভারতের রবীন্দ্র জাডেজা। এর আগে তিনি ২০১৭-র অগাস্টে শেষবার আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। প্রায় চার বছর পর শীর্ষস্থান ফিরে পেলেন ভারতের এই বাঁ হাতি অলরাউন্ডার। তাঁর রেটিং ৩৮৬। তিনি পিছনে ফেলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে।  


অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় ফের প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সুবাদেই তাঁর আইসিসি ক্রমতালিকায় উন্নতি হয়েছে। সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংসে তিনি করেন ৯৬ রান। এই ইনিংসের সুবাদে তিনি দু’ধাপ উপরে উঠে প্রথম ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০১৯-এর ডিসেম্বরে তিনি শেষবার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে ছিলেন। দেড় বছর পরে তিনি আবার এই তালিকায় জায়গা পেলেন।


ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যুগ্মভাবে ৬ নম্বরে আছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা। বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি আবার অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে।


ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ডিন এলগারের। এই বাঁ হাতি ব্যাটসম্যান তিনি এখন ১৯ নম্বরে। রাসি ভ্যান ডার ডুসেন ৩১ ধাপ উঠে এখন ৪৩ নম্বরে।


দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাডা এক ধাপ উঠে এখন ৬ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সুবাদে তাঁর এই উন্নতি হয়েছে। হ্যাটট্রিক করা কেশব মহারাজ তিন ধাপ উঠে এখন ২৮ নম্বরে। লুঙ্গি এনগিডি তিন ধাপ উঠে ৪১ নম্বরে।  


ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ উঠে ৪৪ নম্বরে জেরমাইন ব্ল্যাকউড। শাই হোপ তিন ধাপ উঠে ৮২ নম্বরে। কাইরেন পোলার্ড ৬ ধাপ উঠে ৯৪ নম্বরে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ১২ নম্বরে উঠে এসেছেন কেমার রোচ। কাইল মেয়ার্স ৫১ ধাপ উঠে এখন ৬৩ নম্বরে।