আইসিসি টেস্ট র্যাঙ্কিং: নয়া নজির ঋষভ পন্তের, তিন নম্বরে উঠে এলেন পূজারা
ভারতীয় দল টেস্ট র্যা ঙ্কিংয়ে এক নম্বরেই রয়েছে। এক্ষেত্রে পয়েন্টের কোনও পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া এক পয়েন্ট হারালেও পঞ্চম স্থানেই রয়েছে।
বোলারদের মধ্যে ভার্নন ফিল্যান্ডার এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন।
দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করাম কেপটাউন টেস্টে ৭৮ রানের সুবাদে প্রথম দশে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ তম স্থানে।
জসপ্রিত বুমরাহ রয়েছেন ১৬ তম স্থানে। এক ধাপ এগিয়ে মহম্মদ শামি উঠে এসেছেন ২২ তম স্থানে।
সাত ধাপ এগিয়ে বোলারদের তালিকায় কেরিয়ারের সেরা ৪৫ তম স্থানে উঠে এসেছেন কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন কুলদীপ।
বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে জাডেজা। অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (ছয় ধাপ এগিয়ে ৫৭ তম) এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে অভিষেককারী ওপেনার মায়াঙ্ক আগরওয়াল টেস্ট র্যা ঙ্কিংয়ে (পাঁচ ধাপ এগিয়ে ৬২ তম) উন্নতি করেছেন।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রথম স্থানটি দখলে রেখেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ঋষভ কোহলিকে টপকে ভারতীয় দলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান।
২০১৬-র অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা ক্রিকেটার নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। কেরিয়ারের নবম টেস্টে অপরাজিত ১৫৯ রান করার পর তিনি আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যে চলে এলেন। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে তাঁর টেস্ট র্যা ঙ্কিং ছিল ৫৯ তম। এক্ষেত্রে দ্রুত এগিয়েছেন তিনি। সদ্যসমাপ্ত সিরিজে মোট ৩৫০ রান করেছেন তিনি। সেইসঙ্গে ২০ টি ক্যাচও ধরেছেন।
ব্যাটসম্যানদের তালিকায় ২১ ধাপ এগিয়ে ১৭ তম স্থানে উঠে এসেছেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক হিসেবে এর আগে র্যাঙ্কিংয়ে ১৭ তম স্থানে এসেছিলেন ১৯৭৩-এ ফারুক ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে ফারুক ইঞ্জিনিয়ারের সঙ্গে যুগ্মভাবে এই স্থানে উঠে আসার কৃতিত্বের অধিকারি হলেন ঋষভ। এম এস ধোনির সর্বাধিক টেস্ট র্যাঙ্কিং ছিল ১৯ তম।
তিনটি শতরান ও একটি অর্ধশতরান সহ সিরিজে পূজারা করেছেন ৫২১ রান।
আইসিসি-র ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তিনিই সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটসম্যান। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন পূজারাই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় দলের কাছে আরও খুশির খবর। ডাউন আন্ডারে প্রথম এশিয় দেশ হিসেবে সিরিজ জিতেছে ভারত।