দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মার। এই ডানহাতি ব্যাটসম্যান ৬ ধাপ উঠে আট নম্বরে পৌঁছে গেলেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। তাঁর রেটিং ৭৪২। এর আগে ২০১৯-এর অক্টোবরে তাঁর কেরিয়ারের সেরা রেটিং ছিল ৭২২। সেবার তিনি আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে ছিলেন। এবার দুইধাপ উন্নতি হল তাঁর।



অস্ট্রেলিয়া সফরে চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিয়ে শেষ দু’টি টেস্টে খেলেন রোহিত। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন তিনি। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে তিনি নিজের আসল ফর্ম ফিরে পেয়েছেন। এখনও পর্যন্ত একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ২৯৬ রান করেছেন রোহিত। তিনি এই সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে। ৩৩৩ রান করে এক নম্বরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।



চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে হেরে গেলেও, দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় পেয়ে সিরিজে ফিরে আসে ভারত। সেই ম্যাচে ১৬১ রানের অসামান্য ইনিংস খেলেন রোহিত। এরপর মোতেরায় দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৫ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। দু’দিনেরও কম সময়ে তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। রোহিতের অসাধারণ ফর্ম বজায় থাকলে ভারতের পক্ষে সিরিজ জেতা কঠিন হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


রোহিতের পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে উন্নতি হয়েছে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনেরও। তিনি চারধার উঠে এখন তিন নম্বরে। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮২৩। চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে তিনি। তৃতীয় টেস্টে সাত উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন এই অফস্পিনার। মোতেরায় ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া বাঁ হাতি স্পিনার ইক্ষর পটেল ৩৮ নম্বরে উঠে এসেছেন। এখনও পর্যন্ত এই সিরিজে ২ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন অক্ষর। তিন ধাপ উঠে ২৮ নম্বরে ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। কেরিয়ারে এই প্রথমবার সেরা ৩০ জন বোলারের মধ্যে জায়গা পেলেন এই স্পিনার।


অন্যদিকে, ব্যাটসম্যানদের মধ্যে যথাক্রমে ৫ ও ১০ নম্বরে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। এক নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৯১৯।