দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে উঠে আসা স্টিভ স্মিথের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে বিরাট। হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডকে জেতানোর সুবাদে বেন স্টোকসের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি এখন ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে স্টোকস।

ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ভারতের টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ১০ ধাপ উঠে এখন ১১ নম্বরে।

বোলারদের তালিকায় প্রথম দশে উঠে এসেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি ৯ ধাপ উঠে এখন ৭ নম্বরে। প্রথম ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন এই পেসার। তিনি দুর্দান্ত ফর্মে আছেন। এর ফলেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হল।